শুভেচ্ছা সবাইকে এবং স্বাগতম।
বর্তমান প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই এখানে ক্যরিয়ার তৈরি করতে আগ্রহী। কেন সাইবারসিকিউরিটি?
- দক্ষ কর্মীর অভাব
- চাকরীর নিরাপত্তা
- নিত্য নতুন প্রযুক্তি / থ্রেট
- ভালো স্যলারী / গ্রোথ
আপনি নিশ্চয় সাইবার সিকিউরিটি নিয়ে আগ্রহী তাই এখানে এসেছেন। প্রথমেই ধন্যবাদ জানাই। সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এমন একটি চাকুরী যেটার জন্য কোন ডিগ্রির প্রয়োজন নেই, শুধু কিছু সার্টিফিকেটের দরকার হয় । শুধুমাত্র আইটি সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা থাকলেই চলবে। যে কেউই শুরু করতে পারেন, তবে যাদের ব্যকগ্রাউন্ড আইটির যেকোন এরিয়াতে আছে, তাঁরা হয়ত একটু দ্রুত টপিক্সগুলো ক্যপচার করতে পারবেন। ভয়ের কোন কারণ নেই। আপনার আগ্রহ এবং ডেডিকেশন থাকলে সফলতা আসবেই। সাইবার টপিক্সগুলো সহজভাবে বোঝার জন্য আমরা নিত্যদিনের এনালজি ব্যবহার করে ব্যখ্যা করে থাকি।
সফলতা এক দিনেই আসেনা। এখানে কোন শর্টকাট নেই। অবশ্যই মেনুতে (FAQ, How, What, Why ইত্যাদি) ক্লিক করে আরো বিস্তারিত জেনে নিন এবং আগ্রহী হলে আজি আপনার সাথে যোগাযোগ করার তথ্য পাঠিয়ে দিন! Click here to submit the inquiry form.