প্রশ্নোত্তর
কেন আমাদের কাছ থেকে শিখবেন?
দুই দশকের অভিজ্ঞতা সম্পন্ন ইন্সট্রাকটর সেখাবেন আপনাদের। নিজ কর্মক্ষেত্রেও সফল (CISO এবং কলেজ লেকচারার) হয়ে তাঁর নলেজ ট্রান্সফার করবেন। এই বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া খুবি এফেক্টিভ। যেখানেই যান না কেন, প্রশ্ন করুন কে আপনাকে শেখাচ্ছে? তার যোগ্যতা কি? কর্মক্ষেত্রে তার সফলতা কি?
আইটি সার্টিফিকেশন লিস্ট – EC-Council CCISO, CompTIA SecurityX (expert), GIAC GCCC, GIAC GMON, GIAC GDSA, CompTIA Security+, CompTIA CySa+, ITIL, ISC2 SSCP, Vmware Vsphere, McAfee ePO
কিভাবে কোর্স ডেলিভারি হবে?
সমস্ত কিছু অনলাইনে ডেলিভারি হবে। ল্যব আপনার সময়মতো শেষ করে নিতে পারবেন, লেকচার হবে লাইভ অনলাইনে। কিছু টপিক্স রিভিউ করার জন্য রেকর্ড করা থাকবে। এসবের পাশাপাশি একটা লার্নিং পোর্টাল আছে যেখানে বিভিন্ন কুইজ এবং আরো অনেক তথ্য থাকবে। এগুলো ঠিকমত স্টাডি করতে হবে। পোর্টাল এক্সেস থাকবে কোর্স যতদিন চলবে ততদিন, আর সপ্তাহিক লাইভ মিটিং থাকবে (মাইক্রোসফট টিমস)।
শিক্ষার্থী হিসেবে আমাকে কি করতে হবে?
লাইভ লেকচারের সময় মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রশ্ন করতে হবে। যেসব এক্সারসাইজ দেয়া হবে, সেগুলো যথার্থভাবে করতে হবে। মনে রাখতে হবে, সফলতা সয়ংক্রিয়ভাবে আসেনা। আমরা আমাদের অংশটুকু করবো কিন্তু আপনাকে আপনার অংশটুকু করতে হবে। এখানে ফোকাস টা হবে আপনাকে একজন ফুল সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসেবে তৈরি করা হবে। এজন্য সফট স্কিলগুলো ডেভেলপ করতে হবে।
আমার জব প্লেসমেন্ট কিভাবে হবে?
আপনার জব খুঁজে নেবার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সব কিছু করা হবে যেমন – রেজ্যুমে তৈরি, ইন্টারভিউ প্রেপ ইত্যাদি। কোথায়, কোন কোম্পানী তে এপ্লাই করবেন, সে ব্যপারেও টিপস দেয়া হবে।
আমার জব পেতে কত সময় লাগবে?
এটার কোন নির্দিষ্ট উত্তর দেয়া সম্ভব না। এখানে অনেক ফ্যক্টর রয়েছে তবে আপনি যদি আমাদের রুটিন ফলো করেন, যথার্থভাবে প্রিপারেশন নেন, আশাকরি দ্রুত হতে পারে।
এখান থেকে এ যাবত কতজন জব পেয়েছে?
আসলে সাইবার সিকিউরিটি একটা জার্নি। একেকজন একে পর্যায়ে আছেন, গেছেন। জব পাওয়া নির্ভর করে আপনার যোগ্যতা এবং এফোর্ট এর উপর। এখান থেকে শিখলেই অটোমেটিক জব হবে বা এতজন পেলে টিচিং সাক্সসেফুল এ ধারণা ভুল। কতজন জব পেল কি পেলনা এটা দিয়ে টিচিং কোয়ালিটি বা পদ্ধতি পরিমাপ করা যায়না। এছাড়া মনে রাখতে হবে, এটা নলেজ ট্রান্সফার। কোন ফিজিক্যাল প্রডাক্ট নয়। তবে জব পাবার জন্য কি শিখতে হবে, কিভাবে নিজেকে তৈরি করতে হবে, টপিক্স, ইন্টারভিউ ইত্যাদি সব ব্যপারে সহযোগিতা করা হয়।
আমার কি কি থাকা লাগবে (প্রযুক্তিগত)?
আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা চাই। সাথে ওয়েবক্যাম থাকলে ভালো হয়। স্পীকার আর মাইক থাকতে হবে লাইভে কথা বলার জন্য। ল্যপটপ বা ডেস্কটপে মিনিমান ৮ গিগাবাইট মেমরি লাগবে এবং এসএসডী ফ্ল্যাশ ডিস্ক হলে বেশ সুবিধা হয়।
আমার এডুকেশন বা জব ব্যকগ্রাউন্ড কি হলে ভালো হয়?
কোন নির্দিষ্ট এডুকেশন থাকা লাগবেনা কারন আমাদের কোর্স এমনভাবে তৈরি করা যাতে যে কেউই শিখতে পারবেন। সহজে বোধগম্য করে অভিজ্ঞ ইন্সট্রাকটর শেখাবেন। অনেক এনালজি, বাস্তব উদাহরণ দিয়ে সাইবার কন্সেপ্ট বোঝানো হয় যাতে আমরা দৈনন্দিন জীবনের জিনিসের সাথে সাইবার কন্সেপ্ট সহজেই বুঝতে পারি, অবশ্যই বাংলাতে!
আমার অভিজ্ঞতা নেই বা কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি কি সাইবার কোর্স করতে পারবো?
পূর্বের উত্তরটি দেখুন। কোন অভিজ্ঞতা থাকা লাগবেনা। যারা আইটির সাথে অলরেডি যুক্ত, তাদের জন্য হয়ত একটু সহজ হবে, আর যারা নতুন, তাদের একটু বেশি সময় দিতে হবে। এটাই কেবল তফাত। ডেডিকেশন থাকলে যে কেউই সফল হতে পারবেন। শুধু সময়ের ব্যবধান। আমরা একটা বেসিক এসেস্মেন্ট কুইজ দিয়ে শুরু করি যাতে স্টুডেন্ট রা নিজ সম্পররকে একটু ধারনা নিতে পারে। যাতে বুঝতে পারে ক্লাসের বাইরে কতটুকু সময় ব্যয় করতে হবে যেহেতু প্রত্যেক শিক্ষার্থীই আলাদা আলাদা।
আমি কি কোন ফ্রী ট্রায়াল ক্লাস এ জয়েন করতে পারবো?
কোন ফ্রী ক্লাস বা ট্রায়াল ক্লাস অফার করা হয়না। তবে সত্যিকারভাবে আগ্রহী হলে ইনিশিয়াল $500 পেমেন্ট করে প্রথম ক্লাস এ জয়েন করে দেখতে পারেন। ভালো না লাগলে ২৪ ঘন্টার মধ্যে রিফান্ড রিকুয়েস্ট করুন। ইনিশিয়াল ৫০০ ডলার পেমেন্ট, এটা ১০০% রিফান্ডেবল কিন্তু প্রথম ক্লাস করার ২৪ ঘন্টার মধ্যেই আমাদের জানাতে হবে আপনি কি কন্টিনিউ করবেন কিনা বা রিফান্ড অপশন নেবেন।
১) রেজিস্টার করুন ২) পেমেন্ট ৫০০ ডলার ৩) প্রথম ক্লাসের পর সিদ্ধান্ত নিন রিফান্ড নেবেন নাকি ক্লাস চালিয়ে যাবেন।
পেমেন্ট কিভাবে করা হয় এবং রিফান্ড পলিসি কি?
সবাই ইলেক্ট্রনিক পেমেন্ট করবেন। ক্লাস ফি ইন্সটল্মেন্ট এ দেয়া যাবে। রিফান্ড কেবল প্রথম ক্লাস এর পর পরেই দেয়া হয়। আপনি ২৪ ঘন্টার মধ্যেই আপনার সিদ্ধান্ত জানাবেন। রিফান্ড রিকুয়েস্ট না পাঠালে ধরে নেব আপনি ক্লাস কন্টিনিউ করবেন। আর যদি ক্লাস করতে না চান, তাহলে অবশ্যই ২৪ ঘন্টার মধ্যে রিফান্ড ফর্মটি সাবমিট করে দেবেন। ইনিশিয়াল যে ৫০০ ডলার পেমেন্ট, এটা ১০০% নো কোয়েশ্চান রিফান্ড।
কিভাবে রিফান্ড রিকুয়েস্ট করতে হবে?
রিফান্ড কেবল ইনিশিয়াল ৫০০ ডলারের জন্য দেয়া হয়। প্রথম ক্লাস এর পরে কন্টিনিউ করতে না চাইলে, এখানে ক্লিক করে রিফান্ড রিকুয়েস্ট করুন।
কোর্সে কি রিপিট করার ব্যবস্থা আছে?
কোর্স রিপিট করা যাবে তবে সেটার জন্য ফুল ফী এর ২৫% পেমেন্ট করতে হবে। কারণ আমরা সিরিয়াস স্টুডেন্ট চাই, যখন আপনি শুরু করবেন, আমরা আশা করবো আপনি সিরিয়াস থাকবেন যাতে করে কোনভাবে রিপিট করার প্রয়োজন না হয়।
কোর্সের বাইরে আলাদা কোন ফী আছে কি?
পেমেন্ট কেবল কোর্সের জন্য, আপনার চাকরির বেতন ১০০% আপনার। কোর্স ফী ছাড়া অন্য কোন ফী বা কমিশন নেয়া হয়না।
সফতলতার জন্য কি কি থাকা চাই?
টেকনিকাল নলেজের পাশাপাশি কিছু সফট স্কিলের প্রয়োজন হয়। সেগুলো হচ্ছেঃ
সফট স্কিল | হার্ড স্কিল | উদাহরণ (হার্ড স্কিল) |
কমিউনিকেশন | সিকিউরিটি টার্মিনোলজী জানতে হবে | threat, encryption, hashing, malware |
ডিটেইলস ওরিয়েন্টেড | সিস্টেম এডমিনিস্ট্রেশন বেসিক | Software deployment/update, policy configuration, events/log analysis, active directory |
প্রব্লেম সল্ভিং | বিভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে ধারনা থাকতে হবে | Windows, Mac OS, Linux, Android, IOS |
টাইম ম্যনেজমেন্ট | কমান্ড লাইন জানা থাকলে ভালো | nslookup, tracert, netstat |
নতুন কিছু জানার আগ্রহ | নেটওয়ার্ক বেসিক | Network devices, how they connect, basic architecture, Tools – Wireshark, NMAP |
টিমওয়ার্ক | চার্ট, গ্রাফ, নাম্বার ইত্যাদির ধারনা থাকতে হবে | Interpreting reports |
রিসার্চ | বিভিন্ন ধরণের থ্রেট, ভালনারেবিলিটি সম্পর্কে জানতে হবে | Antivirus, vulnerability scanning, patching |
কি ধরনের জব আছে সাইবার সিকিউরিটির?
জব টাইটেল | বিস্তারিত |
Security Analyst | বিভিন্ন রকম তথ্য উপাত্ত এনালাইসিস করা, মনিটরিং করা, কমিউনিকেশন মূল দায়িত্ব। বেশিরভাগ এখান থেকেই শুরু করে। |
Solution and Security Engineer | কমিউনিকেশন, প্রব্লেম সল্ভিং অনেক গুরুত্বপূর্ণ। বিবিধ বিষয়ে বেশ ভালো জ্ঞ্যান রাখতে হবে। |
Consultant/Cybersecurity Business Owner | এটা অনেকটা উপরের মতই, পাশাপাশি অভিজ্ঞতা + সার্টিফিকেশন লাগবে। |
Malware / forensic analyst | স্পেশালাইজড ফিল্ড। প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম নিয়ে গভীর জ্ঞ্যান থাকা লাগে। |
Cybersecurity Architect | সল্যুশন বের করা, রিসার্চ, সিকিউরিটি ডিজাইন, বিভিন্ন কিছু ইভ্যালুয়েশন করা মূল কাজ। |
Governance & Risk Management | এখানে ফোকাস টা হচ্ছে কিভাবে সাইবার রিস্ক কমানো যায়। |
Cybersecurity Project Management | বিভিন্ন সাইবার সিকিউরিটি প্রজেক্ট চালু রাখা, মেইন্টেন করার মূল কাজ। |
Others – cloud security, data protection, security operations, application security | ক্লাউড (Azure, AWS) বেসিক জানতে হবে। বিভিন্ন ডাটা ক্লাসিফিকেশন আছে। এপ্লিকেশনের জন্য জানতে হবে OWASP top 10 |